ঈদ সকলের জীবনে বয়ে নিয়ে আসুক সুখ ও সম্প্রীতি

ইমরুল কবির | ২১ এপ্রিল ২০২৩, ০৮:১৫

ইমরুল কবির

ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ, ঈদ মানে সম্প্রীতি। ধনী দরিদ্রের মেলবন্ধনে ঈদ সকলের জীবনে বয়ে নিয়ে আসে সম্প্রীতি ও ভালবাসা। ঈদের কথা আসলে মনে আসে কাজী নজরুলের সেই গানটি “ও মোর রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ”।

করোনার কারনে আমদের পূর্বের ঈদ আনন্দ অনেকটাই ম্লান হয়ে গিয়েছিল। করোনা পরবর্তি পৃথিবীর ভঙ্গুর অর্থনৈতিক ব্যবস্থা ও ইউক্রেন – রাশিয়ার যুদ্ধের কারনে বিশ্বব্যাপী দ্রব্যমুল্যের ঊর্ধ্বগতি সকল শ্রেনীর মানুষের জীবনকে করেছে তুলেছে দুর্বিষহ। মানুষের আয়ের পরিবর্তন না হলেও ভোগের প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে। নিত্য প্রয়োজনীয় দ্রব্য থেকে শুরু করে সকল ধরনের দ্রব্যের দাম এমন আকাশচুম্বী যা অধিকাংশ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে। জেলা শহরে বসবাসের কারনে প্রতিনিয়ত রিকশা- অটোরিকশা ব্যবহার করতে হয়।

এক অটোরিকশা চালক মামার সাথে কথা বলার এক মুহুর্তে আমি জিজ্ঞাস করলাম, মামা ঈদে কী কী কিনেছেন?“ মামা আমাদের আর ঈদ, ৫০০ টাকা দিনে আয় করি, ২০০ টাকা কিস্তি দিতে হয়। মামা ৩০০ টাকা দিয়ে কি সংসার চলে ?"- এমন উত্তরের বিপরীতে আর কিছু বলার ভাষা ছিল না। মুদ্রার অপর পিঠে আমাদের সমাজের উচ্চ শ্রেণীর মানুষেরা তাদের ঈদের কেনাকাটা করতে থাইল্যান্ড, সিঙ্গাপুর , ভারত যায়। দেশের বড় বড় শপিংমলগুলোতে উচ্চ শ্রেণীর মানুষদের ঈদের কেনাকাটার জন্য উপচে পড়া ভিড়। অথচ পবিত্র ঈদুল ফিতর আমাদের সম্প্রীতি ও ভালবাসা শিক্ষা দেয়, আমরা যাতে ভেদাভেদ ভুলে গিয়ে একই সম্প্রীতি ও ভালবাসার বন্ধনের একীভূত হয় তার শিক্ষা দেয় ।

আমাদের উচিৎ এই গরিব ও নিন্ম আয়ের মানুষগুলোর জন্য সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া। এর মাধ্যমেই আমরা সকলের সাথে ঈদের খুশি ভাগাভাগি করে ঈদকে নতুন ভাবে রাঙিয়ে তুলতে পারি।


লেখক,
প্রভাষক,সমাজকর্ম বিভাগ
বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, জামালপুর-২০১২



আপনার মূল্যবান মতামত দিন: