সারা দেশে রাতের তাপমাত্রা আরও কমে শীত বাড়বে। আবহাওয়া অফিস বলছে, তীব্র শৈত্যপ্রবাহের শঙ্কা না থাকলেও আগামীকাল বুধবার থেকে দেশের কোথাও কোথাও মৃদু শৈত্যপ্রবাহ দেখা যেতে পারে।
আবহাওয়াবিদ আব্দুর রহমান খান বলেন, বুধবার থেকে শীতের তীব্রতা বাড়বে। তবে এখনই আপাতত শৈত্যপ্রবাহ হওয়ার সম্ভাবনা নেই। ডিসেম্বরের শেষে শৈত্যপ্রবাহের কারণে তাপমাত্রা নামতে পারে ১০ ডিগ্রির নিচে। এল নিনো সক্রিয় থাকায় সামগ্রিকভাবে এবার শীতের প্রকোপ কিছুটা কম হতে পারে।
সারা দেশের পাশাপাশি গত দুই দিন ধরে রাজধানীতে দেখা গেছে কুয়াশা। এই কুয়াশা আরও বাড়বে। আর মাসের শেষে শৈত্যপ্রবাহের আশঙ্কা রয়েছে বলে জানান এই আবহাওয়াবিদ।
আজ মঙ্গলবার (১২ ডিসেম্বর) ভোরেও কুয়াশার প্রাদুর্ভাব ছিল। মঙ্গলবারের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, এই সময়ে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের উত্তরাঞ্চল ও নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্য এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।
এই সময়ে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি কমতে পারে। তবে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
গত ২৪ ঘণ্টায় সারা দেশে সর্বনিম্ন তাপমাত্রা ছিল নওগাঁর বদলগাছীতে ১১ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল টেকনাফে ৩০ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস।
আপনার মূল্যবান মতামত দিন: