বাবার কাছেই থাকবে জাপানি দুই শিশু: হাইকোর্ট

সময় ট্রিবিউন | ২২ নভেম্বর ২০২১, ০৩:২৩

ছবিঃ সংগৃহীত

বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকান নাগরিক ইমরান শরীফ ও জাপানি নাগরিক ডা. এরিকো নাকানোর দুই শিশুসন্তান বাংলাদেশে তাদের বাবার কাছে থাকবে। এ সময় চাইলে মা দেখা করতে এবং তাদের সঙ্গে অবস্থান করতে পারবেন।

রোববার (২১ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে সন্তানদের জিম্মা নিয়ে করা রিটের শুনানি শেষে হাইকোর্ট এ আদেশ দিয়েছেন।

হাইকোর্টের বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত ভার্চুয়াল বেঞ্চ এসব আদেশ দেন।

এছাড়া শুনানি শেষে বাবার করা রিট খারিজ করে দিয়েছেন আদালত। তবে তাদের মায়ের করা রিট চলবে।


আপনার মূল্যবান মতামত দিন: