কুমিল্লায় কোরআন অবমাননার মামলা সিআইডিতে হস্তান্তর করা হয়েছে। কোতোয়ালি থানায় করা এই মামলার বাদী পুলিশ।
রোববার (২৪ অক্টোবর) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) এম তানভীর আহমেদ।
তিনি বলেন, কোরআন অবমাননায় ইকবালের বিরুদ্ধে করা মামলাটি সিআইডিতে হস্তান্তর করা হয়েছে। এ মামলায় এখন পর্যন্ত চারজন গ্ৰেফতার রয়েছে। গ্ৰেফতার হলেন প্রধান অভিযুক্ত ইকবাল, নগরী দারোগাবাড়ী মাজারের দুই খাদেম ফয়সাল ও হুমায়ুন এবং জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল দিয়ে জানানো ইকরাম।
আপনার মূল্যবান মতামত দিন: