পীরগঞ্জে সাম্প্রদায়িক হামলার ঘটনায় ৪২ আসামি কারাগারে

সময় ট্রিবিউন | ২০ অক্টোবর ২০২১, ০৪:৫৫

ছবি: সময় ট্রিবিউন

রংপুরের পীরগঞ্জে সাম্প্রদায়িক হামলার ঘটনায় পুলিশের করা দুই মামলায় গ্রেপ্তার ৪২ আসামিকে কারাগারে পাঠানো হয়েছে।

মঙ্গলবার বিকেলে পীরগঞ্জ আমলি আদালতের বিচারক ফজলে এলাহী মঙ্গলবার বিকেলে এ আদেশ তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর আদেশ দেন।

জেলা জজ আদালতের সরকারি কৌঁসুলি আবদুল মালেক এ তথ্য নিশ্চিত করেছেন।

ফেসবুকে ধর্ম অবমাননার অভিযোগ তুলে গত রোববার রাতে রংপুরের পীরগঞ্জে রামনাথপুর ইউনিয়নে মাঝিপাড়ায় হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলা চালানো হয়। এতে ক্ষতিগ্রস্ত হয়েছে অনেক পরিবার। এ ঘটনায় ৪২ জনকে আটক করার পর তাঁদের গ্রেপ্তার দেখানো হয়।

দুটি মামলারই একটি হয়েছে হিন্দুদের বাড়িঘরে ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটের অভিযোগে। অন্য মামলাটি হয়েছে ডিজিটাল নিরাপত্তা আইনে। পীরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) ইসমাইল হোসেন। এর মধ্যে একটি মামলা হয়েছে হিন্দুদের বাড়িঘরে ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটের অভিযোগে। এই মামলায় ৪১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় অনেককে আসামি করা হয়েছে। অন্য মামলাটি হয়েছে ডিজিটাল নিরাপত্তা আইনে। এই মামলার একমাত্র আসামি পরিতোষ সরকার (১৫)। তাকে ফেসবুকে ধর্ম অবমাননার মন্তব্য করার অভিযোগে অভিযুক্ত করা হয়েছে। এই কিশোরকে সোমবার রাতে জয়পুরহাট থেকে আটক করা হয়।



আপনার মূল্যবান মতামত দিন: