কথিত সাংবাদিক কনক সরওয়ারের বোন কারাগারে

সময় ট্রিবিউন | ১৩ অক্টোবর ২০২১, ০৭:৫৫

নুসরাত শাহরিন রাকা ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রপ্রবাসী কথিত সাংবাদিক কনক সরওয়ারের বোন নুসরাত শাহরিনকে রিমান্ড শেষে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত মঙ্গলবার এ আদেশ দেন।

ঢাকা মহানগর পুলিশের অপরাধ ও তথ্য বিভাগের উপপরিদর্শক (এসআই) লিয়াকত আলী এই তথ্য নিশ্চিত করেন।

জানা যায়, দুই মামলায় নুসরাতকে পাঁচ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ শেষে মঙ্গলবার ঢাকার সিএমএম আদালতে হাজির করা হয়। পুলিশ তাঁকে কারাগারে আটক রাখার আবেদন করে। তবে নুসরাতের আইনজীবীরা জামিন চেয়ে আবেদন করেন। উভয় পক্ষের শুনানি নিয়ে আদালত নুসরাতের জামিন নামঞ্জুর করেন।

এর আগে ৪ অক্টোবর রাজধানীর উত্তরা এলাকা থেকে নুসরাত শাহরিনকে গ্রেপ্তার করে র‌্যাব। পরে তাঁর বিরুদ্ধে রাজধানীর উত্তরা পশ্চিম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও ডিজিটাল নিরাপত্তা আইনে পৃথক দুটি মামলা করা হয়।

রাষ্ট্রপক্ষ থেকে অভিযোগ আনা হয়েছে, ডিজিটাল মাধ্যম ব্যবহার করে আসামি নুসরাত শাহরিন সরকার ও সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিয়ে মিথ্যা, উসকানিমূলক বক্তব্য প্রচার করে আসছিলেন। তাঁর ভাই কনক সরওয়ার বিদেশে অবস্থান করে সরকারবিরোধী নানা ধরনের উসকানিমূলক বক্তব্য প্রচার করে আসছেন।



আপনার মূল্যবান মতামত দিন: