নুরের বিরুদ্ধে এবার রাজশাহীতে মামলা

সময় ট্রিবিউন | ২১ এপ্রিল ২০২১, ১৯:১৭

ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর-ফাইল ছবি

ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগে এনে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি নুরুল হক নুরের বিরুদ্ধে এবার রাজশাহীতে মামলা হয়েছে।

নগরীর বোয়ালিয়া থানায় বুধবার বেলা সাড়ে ১১টার দিকে এই মামলা করেছেন রাজশাহী মহানগর যুবলীগের ‍যুগ্মসাধারণ সম্পাদক তৌরিদ আল মাসুদ রনি।

বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিবারণ চন্দ্র বর্মণ এই তথ্য নিশ্চিত করেছেন।

মামলার এজাহারে বাদী লিখেছেন, গত ১৪ এপ্রিল নিজের ফেসবুক পেজে লাইভে এসে ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বলেন, ‘আওয়ামী উগ্রবাদীরা আলেম ওলামাদের নিয়ে যে বিদ্বেষ ছড়াচ্ছে, ফেসবুকে লেখালেখি করছে এবং তাদের চরিত্র হননের চেষ্টা করছে তারা কখনও মুসলমান হতে পারে না। এদের কোনো ঈমান নেই। প্রকৃত পক্ষে এরা একটাও ঈমানদার না। কোনো প্রকৃত মুসলমান আওয়ামী লীগ করতে পারে না। আওয়ামী লীগকে সমর্থন করতে পারে না। মুসলমানদের উচিত আওয়ামী লীগ ত্যাগ করা।’

এদিকে নুরের এমন বক্তব্যের জন্য এর আগে ঢাকা, সিলেটে ও চট্টগ্রামে নুরের বিরুদ্ধে একাধিক মামলা হয়েছে।

এছাড়া এমন বক্তব্যের পর নুর অবশ্য দুই বার ফেসবুক লাইভে এসে ক্ষমা চেয়েছেন।



আপনার মূল্যবান মতামত দিন: