দুর্নীতি মামলা: সাবেক প্রতিমন্ত্রী ও তার স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ গঠন

সময় ট্রিবিউন | ২৭ সেপ্টেম্বর ২০২১, ০৯:৩৮

আবদুল মান্নান-ফাইল ছবি

২টি দুর্নীতি মামলায় সাবেক গণপূর্ত প্রতিমন্ত্রী আবদুল মান্নান খান ও তার স্ত্রী সৈয়দা হাসিনা সুলতানার বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত।

রোববার ঢাকার বিশেষ জজ আদালত-৩ এর বিচারক মোহাম্মদ আলী হোসাইনের আদালতে অভিযোগ গঠন করা হয়।

আগামী ২৮ অক্টোবর মামলার সাক্ষ্যগ্রহণের দিন ঠিক করেছেন আদালত।

জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও তথ্য গোপনের অভিযোগে ২০১৪ সালের ২১ আগস্ট সাবেক গণপূর্ত প্রতিমন্ত্রী আবদুল মান্নান খান এবং একই বছরের ২১ অক্টোবর তার স্ত্রী সৈয়দা হাসিনা সুলতানার বিরুদ্ধে রাজধানীর রমনা থানায় পৃথক দুইটি মামলা করে দুদক।

ওই বছরের ২৪ আগস্ট ঢাকার একটি আদালত মান্নানকে তার অসুস্থতা এবং সাবেক প্রতিমন্ত্রী হিসেবে মর্যাদা বিবেচনা করে জামিন দেন। তার স্ত্রী সৈয়দা হাসিনা সুলতানা একই বছরের ২৪ অক্টোবর ঢাকার অন্য একটি আদালত থেকে জামিন পান।

২০১৫ সালের মে মাসে দুদক দুর্নীতির মামলায় এই দম্পতির বিরুদ্ধে আদালতে চার্জশিট দেন।

চার্জশিট থেকে জানা যায়, মান্নান অবৈধভাবে ৭৪ লাখ ৯৪ হাজার টাকা আয় করেছেন এবং ৪ লাখ ৫৯ হাজার টাকার সম্পত্তির তথ্য গোপন করেছেন। তার স্ত্রী সৈয়দা হাসিনা সুলতানা অবৈধভাবে ৩ কোটি ৪৫ লাখ টাকা আয় করেছেন এবং ১ কোটি ৮৬ লাখ টাকার সম্পত্তির তথ্য গোপন করেছেন।



আপনার মূল্যবান মতামত দিন: