রোজিনার পাসপোর্ট ফেরতের আবেদন নাকচ

সময় ট্রিবিউন | ২০ সেপ্টেম্বর ২০২১, ০১:৩২

ফাইল ছবি

অফিসিয়াল সিক্রেটস আইনে দায়ের করা মামলায় জামিনে থাকা দৈনিক প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামের পাসপোর্ট, ২টি মোবাইল ফোন ও পিআইডি কার্ড ফেরত চেয়ে করা আবেদন নাকচ করেছেন আদালত।

আজ রোববার (১৯ সেপ্টেম্বর) মামলার শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবুবকর সিদ্দিক এ আদেশ দেন।

এসময় রোজিনার আইনজীবী এহসানুল হক সামাজি শুনানিতে অংশ নেন।

এর আগে, গত ১৫ সেপ্টেম্বর ঢাকার অতিরিক্ত মহানগর হাকিম মুহাম্মদ আসাদুজ্জামান নূরের আদালতে এ আবেদন করেছিলেন রোজিনার আইনজীবী প্রশান্ত কুমার কর্মকার।

গত ২৩ মে অফিসিয়াল সিক্রেটস আইনের মামলায় রোজিনা ইসলামের জামিন মঞ্জুর করেন ঢাকা মহানগর হাকিম বাকি বিল্লাহ।

বিচারক জামিন আদেশে বলেন, ৫ হাজার টাকা মুচলেকায় রোজিনার অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করা হলো। এ ছাড়া, তাকে পাসপোর্ট জমা দিতে হবে। গণমাধ্যম ও বিচারবিভাগ একে অপরের পরিপূরক। প্রত্যেকের অবস্থান থেকে দায়িত্বশীল ও সহনশীল আচরণ করবেন এমন প্রত্যাশা করছি।



আপনার মূল্যবান মতামত দিন: