বঙ্গবন্ধুকে জঙ্গী দাবি করা সেই যুবককে আটক করেছে পুলিশ

সময় ট্রিবিউন | ৪ সেপ্টেম্বর ২০২১, ০২:০২

ছবিঃ সংগৃহীত

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে জঙ্গী এবং তার হত্যাকারীদেরকে দেশপ্রেমিক মুক্তিযোদ্ধা আখ্যায়িত করা সেই যুবককে গ্রেফতার করা হয়েছে। যুবকের নাম মোঃ নিরন। তাকে লক্ষীপুর থেকে গ্রেফতার করা হয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ।

গত ১৫ আগস্ট, জাতীয় শোক দিবসে নিরন তার ফেসবুক আইডিতে একটি বিতর্কিত স্ট্যাটাস দেয়। সেখানে তিনি লেখেন, "১৫ ই আগস্ট আনন্দ দিবস, বীর উত্তম মুক্তিযোদ্ধা মেজর ডালিম স্যার, বির বিক্রম মুক্তিযোদ্ধা মেজর নূর চৌধুরী স্যার, বীর প্রতীক মুক্তিযোদ্ধা লে. এম এ রাশেদ চৌধুরী স্যার, বীর প্রতীক মুক্তিযোদ্ধা মোসলেম উদ্দীন খাঁন স্যার, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক প্রেসিডেন্ট খন্দকার মোশতাক আহম্মেদ স্যারসহ যেসব দেশপ্রেমিক সেনাবাহিনী ও মুক্তিযোদ্ধাগণ ১৯৭৫ সালের ১৫ ই আগস্ট মুজিবের বাসায় অভিযান চালিয়ে যারা বাংকাদেশকে জঙ্গিমুক্ত করছিল তাদের প্রতি বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসা রইলো। আপনাদের অবদান জাতি কখনও ভুলবে না।"

তার এই স্ট্যাটাসের জন্য দেশদ্রোহীতা, জঙ্গীবাদে উষ্কানী ও জাতির পিতাকে অবমাননার অভিযোগ এনে গাজীপুর মেট্রোপলিটনের বাসন থানায় অভিযোগ দায়ের করেন গাজীপুর জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা আশরাফুল ইসলাম সোহাগ।

মামলা দায়েরের পর থেকেই অভিযানে নামে পুলিশের একটি টিম। কিন্তু আসামী পলাতক থাকায় তাকে ধরতে বিলম্ব হচ্ছিলো। গোপন সংবাদের ভিত্তিতে আজ তাকে লক্ষীপুর থেকে আটক করা হয়।



আপনার মূল্যবান মতামত দিন: