সব মামলায় জামিনের মেয়াদ ৫ সেপ্টেম্বর পর্যন্ত বৃদ্ধি

সময় ট্রিবিউন | ২৯ আগষ্ট ২০২১, ২২:৪২

সুপ্রিম কোর্ট -ফাইল ছবি

সব ধরনের অন্তর্বর্তীকালীন আদেশ ও অপরাধের মামলায় আসামিদের জামিনের মেয়াদ আগামী ৫ সেপ্টেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে।

গতকাল শনিবার রাতে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. আলী আকবর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নির্দেশ অনুযায়ী জামিনের মেয়াদ আগামী ৫ সেপ্টেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যেসব মামলায় আসামিকে নির্দিষ্ট সময় পর্যন্ত জামিন দেওয়া করা হয়েছে বা যেসব মামলায় উচ্চ আদালত থেকে অধস্তন আদালতে নির্দিষ্ট সময়ের মধ্যে আত্মসমর্পণের শর্তে জামিন দেওয়া হয়েছে কিংবা যেসব মামলায় নির্দিষ্ট সময়ের জন্য অন্তর্বর্তীকালীন আদেশ দেওয়া হয়েছে, সেসব মামলার জামিন ও সব ধরনের অন্তর্বর্তীকালীন আদেশগুলোর কার্যকারিতা আগামী ৫ সেপ্টেম্বর পর্যন্ত বর্ধিত হবে বলে গণ্য হবে।



আপনার মূল্যবান মতামত দিন: