হেফাজতের কেন্দ্রীয় সহকারী মহাসচিব গ্রেপ্তার, ৫ দিনের রিমান্ড মঞ্জুর

সময় ট্রিবিউন | ১৬ এপ্রিল ২০২১, ০২:১৪

হেফাজতে ইসলামের কেন্দ্রীয় সহকারী মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী-ফাইল ছবি

২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে হেফাজতের তাণ্ডবের ঘটনায় পুলিশের করা মামলায় হেফাজতে ইসলামের কেন্দ্রীয় সহকারী মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার রাত ১১টায় রাজধানীর গ্রীন রোড এলাকা থেকে তাঁকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ গ্রেপ্তার করে।

মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী ঢাকার ইসলামবাগ মাদ্রাসার শাইখুল হাদিস ও প্রিন্সিপাল, জমিয়ত মহাসচিব।

গোয়েন্দা পুলিশের মতিঝিল বিভাগের উপকমিশনার মো. আসাদুজ্জামান বলেন, মঞ্জুরুল ইসলাম আফেন্দিকে আদালতে সোপর্দ করে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড চাওয়া হয়েছিল। আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।



আপনার মূল্যবান মতামত দিন: