বরিশাল সিটি করপোরেশনের ২১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শেখ সাইদ আহম্মেদ মান্নাকে গ্রেপ্তার দেখিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
এর আগে, মান্নার বোন আসমা বেগম অভিযোগ করে জানিয়েছিলেন, মান্নাকে শুক্রবার রাত ১০টায় সাদা পোশাকে ডিবি পুলিশ পরিচয়ে বাড়ি থেকে তুলে নিয়ে গেছে।
শনিবার বিকালে র্যাবের মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন মান্নাকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
বরিশাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বাসভবন ও অফিস প্রাঙ্গণ থেকে সিটি করপোরেশনের পোস্টার-ব্যানার সরানোকে কেন্দ্র করে ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগ নেতা-কর্মীদের সঙ্গে আনসার ও পুলিশের সংঘর্ষের ঘটনায় মেয়রকে প্রধান আসামি করে দুটি মামলা করা হয়।
পুলিশ ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে করা মামলা দুটিতে ১২২ জন ছাত্রলীগ, যুবলীগ ও বিসিসি কর্মীকে আসামি করা হয়েছে। এ ছাড়া আরও প্রায় ৫০০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।
বিসিসি কাউন্সিলর মান্না দুটি মামলারই দুই নম্বর এজহারনামীয় আসামি।
আপনার মূল্যবান মতামত দিন: