মুনিয়ার আত্মহত্যায় প্ররোচনা মামলা: পুলিশের চার্জশীটের শুনানি আজ

সময় ট্রিবিউন | ১৭ আগষ্ট ২০২১, ১৯:৫৭

বসুন্ধরা গ্রুপের এমডি সায়েম সোবহান আনভীর ও কলেজছাত্রী মুনিয়া-ফাইল ছবি

কলেজছাত্রী মুনিয়ার আত্মহত্যায় প্ররোচনার মামলার একমাত্র আসামি বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীরকে অব্যাহতি দিয়ে পুলিশের দেয়া চূড়ান্ত প্রতিবেদনের ওপর আজ মঙ্গলবার (১৭ আগস্ট) শুনানি হওয়ার কথা রয়েছে।

আদালত এই প্রতিবেদন গ্রহণ করলে মুনিয়ার বোন মামলার বাদী নুসরাত জাহান তানিয়া আদালতে নারাজি আবেদন করবেন বলে জানা গেছে।

তানিয়া বলেন, অনেক কিছুই প্রতিবেদনে উল্লেখ করেনি পুলিশ। অটোপসি রিপোর্ট দেখেনি অথবা গুরুত্ব দেননি তারা। তদন্তে কী পাওয়া গেলো তা নিয়ে বাদীর সঙ্গে আলাপ আলোচনাও করেনি।

এর আগে চলতি বছরের ১৯ এপ্রিল গুলশানের এক বাসা থেকে মুনিয়ার মরদেহ উদ্ধার করে পুলিশ। সেদিন রাতেই মুনিয়ার বড় বোন আনভীরকে আসামি করে মামলা করেন। ১৯ জুলাই পুলিশ আনভীরকে অব্যাহতি দিয়ে চার্জশিট দাখিল করে।



আপনার মূল্যবান মতামত দিন: