হোমিও ও ইউনানী ডিগ্রিধারীদের ডাক্তার পদবী ব্যবহার বেআইনী

সময় ট্রিবিউন | ১৪ আগষ্ট ২০২১, ২১:৪১

হাইকোর্ট-ফাইল ছবি

হোমিও ও ইউনানী ডিগ্রিধারী কেউই ডাক্তার পদবী ব্যবহার করতে পারবে না বলে রায় দিয়েছেন হাইকোর্ট। ডাক্তারের ডিগ্রী না থাকার পরেও ডাক্তার পদবী সংযোজনের অনুমতি দেয়াকে সম্পূর্ণ বেআইনী বলে রায়ে উল্লেখ করা হয়েছে।

শনিবার বিচারপতি আশরাফুল কামালের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চের এ রায় হাইকোর্টের ওয়েব সাইটে প্রকাশ করা হয়।

৭১ পৃষ্ঠার এ রায়ে বলা হয়েছে অলটারনেটিভ মেডিকেল কেয়ারের বিভিন্ন পদে কর্মরত হোমিওপ্যাথি, ইউনানী ও আয়ুর্বেদিক চিকিৎসকদের নামের আগে ডাক্তার পদবী সংযোজনের অনুমতি দেয়াকে সম্পূর্ণ বেআইনী বলে রায়ে উল্লেখ করা হয়।

রায়ে বিকল্প ধারার চিকিৎসা পদ্ধতির জন্য আলাদা মন্ত্রণালয় গঠনেরও পরামর্শ দেয়া হয়। সেইসাথে সবার জন্য স্বাস্থ্য নিশ্চিত করতে সার্বিক পরিকল্পনা, নীতিমালা ও প্রয়োজনীয় আইন প্রনয়নের কথাও বলা হয় রায়ে।



আপনার মূল্যবান মতামত দিন: