আদালতে নেওয়া হয়েছে সৌমেনকে

সময় ট্রিবিউন | ১৫ জুন ২০২১, ০০:০০

ফাইল ছবি

কুষ্টিয়ার আলোচিত ট্রিপল মার্ডারের ঘটনায় গ্রেপ্তার সাময়িক বরখাস্ত সহকারী উপপরিদর্শক (এএসআই) সৌমেন রায়কে আদালতে নেওয়া হয়েছে।

সোমবার (১৪ জুন) দুপুর ১টা ১০ মিনিটের দিকে তাকে বিচারক মো. রেজাউল করিমের আদালতে হাজির করা হয়।

কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) ফরহাদ হোসেন খান বিষয়টি নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, ১৩ জুন বেলা ১১টার দিকে কুষ্টিয়া শহরের কাস্টমস মোড়ে গুলি করে স্ত্রী আসমা খাতুন, তার ছেলে রবিন ও শাকিল নামে এক যুবককে গুলি করে হত্যা করেন সৌমেন রায়।

তিন জনকে গুলি করে হত্যার পর সৌমেনকে গ্রেপ্তার করে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সৌমেন পুলিশকে জানিয়েছেন, শাকিলের সঙ্গে তার স্ত্রীর সম্পর্ক ছিলো। তাই তিনি এই ঘটনা ঘটিয়েছেন। সৌমেন খুলনার ফুলতলা থানায় কর্মরত ছিলেন।



আপনার মূল্যবান মতামত দিন: