রিকশাওয়ালাকে নির্যাতনকারী সুলতানের জামিন মেলেনি

নিজস্ব প্রতিবেদক | ১০ মে ২০২১, ০৪:৩৪

ফাইল ছবি

রাজধানীর বংশালে রিকশাচালককে নির্যাতনকারী সুলতান আহমেদের জামিনের আবেদন মঞ্জুর করেনি আদালত। রোববার (০৯ মে) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেবদাস চন্দ্র অধিকারী এ আদেশ দেন।

আসামিপক্ষের আইনজীবী মেহেদী হাসান বাদল জামিনের আবেদন করেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষ থেকে জামিনের বিরোধিতা করা হয়। উভয়পক্ষের শুনানি শেষে আদালত জামিন আবেদন মঞ্জুর করেনি।

গত ৪ এপ্রিল একজন সংবাদকর্মী বাংলাদেশ পুলিশের মিডিয়া এন্ড পাবলিক রিলেশন্স উইংকে সামাজিক যোগাযোগ মাধ্যমের একটি ভিডিও লিংক পাঠান। সেই ভিডিও লিংকে দেখা যায় বংশালের স্থানীয় একজন ব্যক্তি রিকশাচালকে মারছেন। সেই ভিডিও দেখে পুলিশ নির্যাতনকারীকে গ্রেপ্তার করেন।

সুলতান আহমেদের জামিন আবেদন নামঞ্জুর করে গত ৫ মে কারাগারে পাঠানো হয়। এরপর থেকে কারাগারেই ছিলেন।



আপনার মূল্যবান মতামত দিন: