নিজের চেম্বারের জুনিয়রকে ধর্ষণের অভিযোগে করা মামলায় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সম্পাদক আইনজীবী মোমতাজ উদ্দিন মেহেদীকে ৬ সপ্তাহের আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট।
সোমবার (২৮ মার্চ) বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি খিজির হায়াতের অবকাশকালীন বেঞ্চ জামিনের আদেশ দেন। পাশাপাশি ৬ সপ্তাহ পর তাকে ঢাকার সংশ্লিষ্ট নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে আত্মসমর্পণ করতে বলা হয়েছে।
মোমতাজ উদ্দিন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির (বার অ্যাসোসিয়েশন ২০২২-২০২৩ সেশনের) নির্বাচনে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী সমন্বয় পরিষদের নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ছিলেন।
আজ জামিন আবেদনের পক্ষে অ্যাডভোকেট মোমতাজ উদ্দিন মেহেদী নিজেই শুনানি করেন। অন্যদিকে, রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল মির্জা শোয়েব মোহাম্মদ মুহিত। আদেশের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন সহকারী অ্যাটর্নি জেনারেল মির্জা শোয়েব মোহাম্মদ মুহিত।
আপনার মূল্যবান মতামত দিন: