মৌসুমী বৃষ্টিপাত ও বন্যায় বিপর্যস্ত মালয়েশিয়ার আটটি প্রদেশ। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা বারনামা জানিয়েছে, বন্যাকবলিত ৩০ হাজার মানুষকে ইতোমধ্যে নিরাপদ আশ্রয়ে সরানো হয়েছে। আগামী আরও কয়েকদিন বৈরী পরিস্থিতি বহাল থাকবে বলে পূর্বাভাস দিয়েছে জাতীয় আবহাওয়া অধিদফতর।
দুর্গতদের সহযোগিতায় কাজ করছে ৬৬ হাজার পুলিশ, সেনা ও ফায়ার সার্ভিস সদস্য। এর মধ্যে সবচেয়ে ক্ষতিগ্রস্ত সিলাঙ্গর প্রদেশের উদ্ধার তৎপরতা পরিদর্শন করেছেন দেশটির প্রধানমন্ত্রী ইসমাইল সাবরি ইয়াকুব।
প্রধানমন্ত্রী ঈসমাইল জানান, সম্পদশালী এবং জনবহুল প্রদেশের শতাধিক ত্রাণকেন্দ্রে ১৫ হাজার মানুষ আশ্রিত। আবহাওয়াবিদরা বলছেন, গত দুদিনে যে পরিমাণ বৃষ্টি হয়েছে সেটি বর্ষা মৌসুমের একমাসের বৃষ্টিপাতের সমান।
জলবায়ু পরিবর্তনজনিত কারণে প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত পৃথিবীর বিভিন্ন এলাকা। ফিলিপাইনেও সুপার টাইফুনের তাণ্ডবে মারা গেছেন ২০৮ জনের বেশি মানুষ। এছাড়া নিখোঁজও রয়েছে অর্ধশত।
আপনার মূল্যবান মতামত দিন: