ফিলিপাইনে সুপার টাইফুন ‘রাই’ এর আঘাতে এখন পর্যন্ত ৭৫ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজদের সন্ধানে এখনও উদ্ধার কাজ চলছে। নিহতদের মধ্যে দেশটির জনপ্রিয় পর্যটন স্পট বোহোলে শহরেই ৪৯ জনের মৃত্য হয়েছে।
বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) দেশটির দক্ষিণ-পূর্ব দ্বীপগুলিতে আঘাত হানে সুপার টাইফুন।
আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য মতে, সুপার টাইফুনে বিদ্যুতের অসংখ্য খুঁটি ও গাছ উপড়ে গিয়েছে। ৩০ লাখ মানুষ বিদ্যুৎহীন হয়ে পড়েছে। বিধ্বস্ত এলাকায় এখন উদ্ধার অভিযান চালানো হচ্ছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।
উল্লেখ্য, ফিলিপাইনে গত এক দশকে আঘাত হানা সবচেয়ে শক্তিশালী ঝড়গুলোর মধ্যে ‘রাই’ একটি।
সূত্র: এএফপি, এনডিটিভি
এই বিভাগের অন্যান্য খবর
আপনার মূল্যবান মতামত দিন: