ধর্ষণ প্রতিরোধ অসম্ভব হলে নারীদের উপভোগ করার পরামর্শ দেন ভারতের কর্ণাটকের কংগ্রেস বিধায়ক কে আর রমেশ কুমার।
বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) কর্ণাটক বিধানসভায় তাঁর এই মন্তব্যের জেরে গোটা দেশে নিন্দার ঝড় বইতে শুরু করে।
এদিকে আজ শুক্রবার সকালেই ভারতের কংগ্রেসের পক্ষ থেকে কে আর রমেশ কুমারকে ভর্ৎসনা করা হয়। দল এ ধরনের বেফাঁস মন্তব্য বরদাশত করবে না বলেও দিল্লি থেকে বার্তা যায় দলীয় বিধায়কের কাছে। বিধায়ক রমেশকুমারও ধর্ষণের মতো ঘৃণ্য অপরাধ নিয়ে এ ধরনের মন্তব্যের জন্য ক্ষমা চেয়ে সামাজিক গণমাধ্যমে লিখেছেন, ভবিষ্যতে শব্দচয়নে তিনি যত্নশীল হবেন।
কর্ণাটক বিধানসভায় কংগ্রেসের প্রবীণ বিধায়ক নারীদের উদ্দেশে বলেছিলেন, ধর্ষণ যখন অনিবার্য, তখন শুয়ে শুয়ে সুখ উপভোগ করুন। তাঁর এই মন্তব্যের জেরে প্রতিবাদের ঝড় বইতে শুরু করে। শাসক দল বিজেপি থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক দল এ ধরনের মন্তব্যের কড়া সমালোচনা করে।
রমেশকুমার নিজেও সামাজিক গণমাধ্যমে ক্ষমা চেয়েছেন। একসময় বিধানসভার অধ্যক্ষ ছিলেন তিনি নিজে। কৃষকদের নিয়ে আলোচনার সময় তাঁর মতো অভিজ্ঞ বিধায়ক নিজেকে অনুতপ্ত বলেও মন্তব্য করেছেন।
বিধানসভার বর্তমান স্পিকার বিশ্বেশ্বর হেগড়ে কাগেরি জানিয়েছেন, অধিবেশনের মর্যাদা ক্ষুণ্ন হয় এমন কিছুই তিনি বরদাশত করবেন না। তবে বিধায়কদের সংখ্যাগরীষ্ঠ মহলের সঙ্গে কথা বলেই এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন বলেও এদিন জানান তিনি।
আপনার মূল্যবান মতামত দিন: