শ্মশানে যাওয়ার পথে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ১৮

সময় ট্রিবিউন | ২৯ নভেম্বর ২০২১, ০৪:২০

ছবিঃ সংগৃহীত

ভারতের পশ্চিমবঙ্গের নদিয়ায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ১৮ জনের মৃত্যু হয়েছে। ঘন কুয়াশা ও গাড়িটির গতি অতিরিক্ত থাকায় এ দুর্ঘটনা ঘটেছে বলে দাবি স্থানীয়দের। এ ঘটনার তদন্ত শুরু করেছে হাঁসখালি থানা পুলিশ।

শনিবার (২৮ নভেম্বর) রাতে হাঁসখালিতে একটি মরদেহবাহী গাড়ির সঙ্গে লরির মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই ১৭ জনের মৃত্যু হয়। আহত অবস্থায় হাসপাতালে আরও একজনের মৃত্যু হয়।

স্থানীয় সংবাদমাধ্যমের খবরে জানা গেছে, উত্তর ২৪ পরগনার বাগদা থানা এলাকা থেকে মরদেহ নিয়ে নবদ্বীপ শ্মশানের উদ্দেশে যাচ্ছিল একটি গাড়ি। মধ্যরাতে নদিয়ার হাঁসখালি থানার ফুলবাড়ী এলাকায় একটি পাথর বোঝাই লরি দাঁড়িয়েছিল। দাঁড়িয়ে থাকা লরিটিকে ধাক্কা মারে মরদেহবাহী গাড়িটি।

জানা গেছে, মরদেহবাহী গাড়িটিতে ৩৫-৪০ জন আরোহী ছিলেন। খবর পেয়ে স্থানীয় বাসিন্দা এবং হাঁসখালি থানার পুলিশ আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসকরা ১৭ জন শ্মশানযাত্রীকে মৃত ঘোষণা করেন। পরে চিকিৎসাধীন অবস্থা আরও একজনের মৃত্যু হয়।

 

 

 



আপনার মূল্যবান মতামত দিন: