বুলগেরিয়ায় যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ড: অন্তত ৪৫ জন নিহত

সময় ট্রিবিউন | ২৪ নভেম্বর ২০২১, ১২:৫৯

বুলগেরিয়ায় একটি যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ডে কমপক্ষে ৪৫ জনের মৃত্যু হয়েছে-ছবি আলজাজিরা

বুলগেরিয়ায় একটি যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ডে কমপক্ষে ৪৫ জনের মৃত্যু হয়েছে। এছাড়া আহত হয়েছেন আরও ৭ জন। মঙ্গলবার স্থানীয় সময় ভোর তিনটায় বাসে আগুন লাগে। তবে ঠিক কী কারণে আগুন লাগলো তা জানা যায়নি। এ ঘটনার তদন্ত শুরু করেছে বুলগেরিয়া সরকার।

দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম বুলগেরিয়ান ন্যাশনাল টেলিভিশন এসব তথ্য প্রকাশ করেছে।

খবরে বলা হয়, বাসটিতে ৫২ জন যাত্রী ছিলেন বলে ধারণা করা হচ্ছে। এর মধ্যে ১২জন শিশু।

বুলগেরিয়া কর্তৃপক্ষ জানিয়েছে, বাসটি উত্তর মেসিডোনিয়ার ঠিকানায় নিবন্ধিত। এটি উত্তর মেসিডোনিয়া থেকে পর্যটক নিয়ে স্ট্রমা মহাসড়ক হয়ে বুলগেরিয়ায় প্রবেশ করে। অগ্নিকাণ্ডে বাসের চালক নিহত হয়েছেন। আহত সাতজনের অবস্থা স্থিতিশীল।

 



আপনার মূল্যবান মতামত দিন: