চীনা পরিচালক ক্লোয়ি ঝাওয়ের ‘নোম্যাডল্যান্ড’ চলতি বছরের অস্কার আসরে সেরা ছবির পুরস্কার লাভ করেছে। সোমবার বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।
সংবাদ প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল রোববার অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের ৯৩তম আসরে আমেরিকার পশ্চিমাঞ্চলের দারিদ্র-পীড়িত মানুষের জীবনযাপন নিয়ে তৈরি ‘নোম্যাডল্যান্ড’ সেরা ছবির পুরস্কার জিতে নিয়েছে।
এই চলচ্চিত্রটি ২০১৭ সালে প্রকাশিত জেসিকা ব্রুডের’র একটি ননফিকশন বইয়ের ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে।
অস্কার আসরে এ বছর সেরা অভিনেতা হয়েছেন অ্যান্টনি হপকিনস (দ্য ফাদার), সেরা অভিনেত্রী হয়েছেন ফ্রান্সেস ম্যাকডরমান্ড (নোম্যাডল্যান্ড)। সেরা পরিচালক হয়েছেন ‘নোম্যাডল্যান্ড’র ক্লোয়ি ঝাও।
এছাড়াও, সেরা অ্যানিমেটেড ফিচার ফিল্ম পুরস্কার পেয়েছে ‘সোল’, সেরা প্রামাণ্যচিত্র ‘মাই অক্টোপাস টিচার’ ও সেরা আন্তর্জাতিক ফিচার ফিল্ম হিসেবে পুরস্কার পেয়েছে ডেনমার্কের ‘অ্যানাদার রাউন্ড’।
আপনার মূল্যবান মতামত দিন: