খরচ বাড়ছে, কম আয়ের মানুষদের রক্ষার লড়াই চলবে: এরদোগান

সময় ট্রিবিউন | ১৯ নভেম্বর ২০২১, ০৫:৪১

ছবিঃ সংগৃহীত

উচ্চ সুদের হার ও মুদ্রাস্ফীতির বিরুদ্ধে লড়াই অব্যাহত থাকবে। যেভাবে দৈনন্দিন জীবনের খরচ বাড়ছে এর প্রভাব থেকে কম আয়ের মানুষদের রক্ষার লড়াইও চলবে।

বুধবার (১৭ নভেম্বর) সংসদীয় গ্রুপের সভায় তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগান এসব কথা বলেন।

এরদোগান বলেন, আমরা মুদ্রাস্ফীতির কারণে আমাদের শ্রমিকদের সুরক্ষার চেষ্টা অব্যাহত রেখেছি। ন্যূনতম বেতন নির্ধারণ করে দিয়ে আমরা কম আয়ের লোকদের বোঝা হালকা করবো।

এরদোগান বলেন, সুদের হারের সমস্যা থেকে আমাদের নাগরিকদের রক্ষা করবো। এর কোনো বিকল্প নেই।

এসময় এরদোগান সেসব ব্যবসায়ী গোষ্ঠীগুলোর তীব্র সমালোচনা করেন যারা কম সুদহারে ঋণ নিতে অনাগ্রহী।

তিনি বলেন, আমি এসব ব্যবসায়ীদের কোনোমতে বুঝে উঠতে পারি না। তারা সুদহার বাড়াতে বলেন। তোমরা কোন ধরনের ব্যবসায়ী? এখানে কম সুদে ঋণ রয়েছে, তোমরা কেন তা নাও না?

 

সূত্র: হুররিয়াত ডেইলি নিউজ।



আপনার মূল্যবান মতামত দিন: