আমাদের প্রতিযোগিতা যেন সংঘাতের কারণ না হয় : বাইডেন

সময় ট্রিবিউন | ১৭ নভেম্বর ২০২১, ০১:৫৬

ছবিঃ সংগৃহীত

তাইওয়ান, বাণিজ্য যুদ্ধ, মানবাধিকারসহ বেশ কিছু ইস্যুতে প্রথম বারের মতো ভার্চুয়াল বৈঠকে মুখোমুখি হয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। 

সোমবার (১৫ নভেম্বর) কয়েক ঘণ্টার ওই বৈঠকে শীর্ষ অর্থনীতির দেশ দুটির সংঘাত এড়িয়ে চলতে বিশ্বের প্রতি তাদের নিজ নিজ দায়িত্বের ওপর জোর দিয়েছেন। 

বৈঠকে প্রেসিডেন্ট বাইডেন বলেন, আমার কাছে মনে হয় চীন ও যুক্তরাষ্ট্রের নেতা হিসেবে আমাদের দায়িত্ব হচ্ছে আমাদের মধ্যে প্রতিযোগিতা যেন ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত সংঘাতের দিকে না যায় তা নিশ্চিত করা।নিজেদের মধ্যকার প্রতিদ্বন্দ্বিতা যেন প্রকাশ্য সংঘাত সৃষ্টি না করে তা নিশ্চিত করার দায়িত্ব দুদেশেরই। 

এসময় শি জিনপিং বলেন, বিভিন্ন চ্যালেঞ্জের মুখোমুখি হওয়ার জন্য উভয় পক্ষকে যোগাযোগ ও সহযোগিতা বাড়াতে হবে। শ বিশ্বের শীর্ষ দুই অর্থনীতির দেশ এবং জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য হিসেবে চীন এবং যুক্তরাষ্ট্রের যোগাযোগ এবং সহযোগিতা আরও বাড়াতে হবে।


আপনার মূল্যবান মতামত দিন: