ইউরোপে আবারও করোনার ভয়ংকর সংক্রমণ শুরু

সময় ট্রিবিউন | ১৪ নভেম্বর ২০২১, ০৫:১৭

ছবিঃ সংগৃহীত

ইউরোপে আবারও করোনার ভয়ংকর সংক্রমণ শুরু হয়েছে। সংক্রমণ ঠেকাতে ইউরোপের বেশ কিছু দেশে লকডাউন দেওয়া হয়েছে। আর টিকা করোনা সংক্রমণ ঠেকাতে ব্যর্থ কিনা তা নিয়ে সমালোচনা শুরু হয়েছে।

বার্তা সংস্থা রয়টার্সের হিসাব অনুযায়ী, গত এক সপ্তাহে বিশ্বে যত জনের করোনা শনাক্ত হয়েছে, তার অর্ধেকের বেশি ইউরোপের। এমনকী করোনার মোট মৃত্যুর প্রায় অর্ধেক ঘটেছে এই ইউরোপেই।

ইউরোপে এখন পর্যন্ত ৬৫ শতাংশ মানুষ দুই ডোজ টিকা নিয়েছেন। সম্প্রতি ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোতে টিকা দেওয়ার হার কমেছে।

বিশ্বব্যাপী করোনার পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, বাংলাদেশ সময় শনিবার (১৩ নভেম্বর) সকাল পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ২৫ কোটি ৩২ লাখ ৩ হাজার ৭৫৮ জন এবং মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫১ লাখ ৪ হাজার ৩০ জনে। আর সুস্থ হয়েছেন ২২ কোটি ৮৯ লাখ ৯৩ হাজার ৭৭৬ জন।


আপনার মূল্যবান মতামত দিন: