-2021-11-13-18-12-57.jpg)
ভারতের রাজধানী নয়াদিল্লি ও এর আশপাশের শহরগুলোতে বায়ু দূষণের মাত্রা এখনও স্বাভাবিকের তুলনায় অনেক বেশি।
রাজধানীর রাস্তা ও পার্কগুলোয় লোকসমাগম বাড়লেও এখনো শঙ্কায় রয়েছেন সাধারণ মানুষ ও বিশেষজ্ঞরা। ভারতে দীপাবলি উৎসব ঘিরে গেল কয়েকদিন ধরেই রাজধানী নয়াদিল্লীতে বায়ুদূষণের মাত্রা ছিল ভয়াবহ।
শুক্রবার সকাল থেকে রাজধানীতে দূষণের মাত্রা কিছুটা কমতে শুরু করলে রাস্তায় ভীড় বাড়তে থাকে নগরবাসীর। পার্কগুলোতে সকালে হাটতে বের হওয়া মানুষের সংখ্যাও ছিল অন্যান দিনের তুলনায় কিছুটা বেশি।
তবে, বায়ুর মান এর উন্নতি হলেও, দূষণের মাত্রা এখনও স্বাভাবিকের তুলনায় অনেক বেশি থাকায়, স্বস্তি প্রকাশ করতে পারছেন না নগরবাসী। দূষণ কমাতে অনতিবিলম্বে কার্যকর পদক্ষেপ নিতেও প্রশাসনের প্রতি আহ্বান জানান তারা।
আপনার মূল্যবান মতামত দিন: