চাষের জমিতে সোনার বাইবেল খুঁজে পেলেন ব্রিটিশ দম্পতি

সময় ট্রিবিউন | ১৪ নভেম্বর ২০২১, ০৭:০২

ছবিঃ সংগৃহীত

চাষের জমিতে ধাতব জিনিসের খোঁজ করতে গিয়ে পাঁচ গ্রাম ওজনের সোনার বাইবেল খুঁজে পেলেন এক ব্রিটিশ দম্পতি। 

শনিবার (১৩ নভেম্বর) এ খবর জানিয়েছে বিবিসি।

সোনার সেই বাইবেল পেয়ে মুহূর্তেই ভাগ্য বদলে গেলো তাদের। কারণ সেই ছোট্ট সোনার বাইবেলের মূল্য অন্তত এক লাখ পাউন্ড। 

যুক্তরাজ্যের ইয়র্কের বাসিন্দা বাফি বেইলে ও তার স্বামী দুজনেই শখের বশে পুরোনো ধাতব জিনিস খুঁজে বেড়ান। অনেকে নিজের জমি থেকে পুরোনো জিনিস খুঁজে দিতে তাদের ডেকে থাকেন।

সেই ছোট সোনালি রঙের জিনিসটিই যে পরবর্তীকালে দুর্মূল্য সোনার বাইবেল হতে চলেছে তা ঘুণাক্ষরেও টের পাননি দুজনে। পরে মোবাইলে সেটির ছবি তুলে এবং ছবিটি বড় করে দেখেই আনন্দে আত্মহারা হয়ে ওঠেন বাফি। সোনালি বস্তুটি আদপে একটি সোনার বাইবেল!



আপনার মূল্যবান মতামত দিন: