বিজেপিতে যোগ দিচ্ছেন সৌরভ গাঙ্গুলি

সময় ট্রিবিউন | ২৬ এপ্রিল ২০২১, ০৩:১৮

ছবি: ইন্টারনেট

জল্পনা ছিল আগে থেকেই, তার ওপর একের পর এক ইঙ্গিতপূর্ণ ঘটনা। ফলে সৌরভ গাঙ্গুলির বিজেপিতে যোগ দেওয়ার আলোচনা আবারও ডানা মেলেছে আকাশে। অনেকেই বলছেন, গেরুয়া শিবির থেকেই রাজনীতির মাঠে নামছেন পশ্চিমবঙ্গের ‘মহারাজ’।

ভারতীয় সংবাদমাধ্যমগুলো বলছে, গত রোববার বিকেলে কলকাতার রাজভবনে গিয়ে রাজ্যপাল জগদীপ ধনখড়ের সঙ্গে সাক্ষাৎ করেছেন সৌরভ। এর পরদিনই অর্থাৎ সোমবার দিল্লির একটি অনুষ্ঠানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে একই মঞ্চে দাঁড়িয়েছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সভাপতি।

এটি নিয়ে আবার ইঙ্গিতপূর্ণ মন্তব্য করে জল্পনা আরও উসকে দিয়েছেন পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি দিলীপ ঘোষ। সরাসরি না বলে কিছুটা ঘুরিয়ে-পেঁচিয়ে তিনি জানালেন, ‘ভালো’ লোকদের বিজেপিতে যোগ দেওয়ার আহ্বান জানানো হচ্ছে।

সৌরভ গাঙ্গুলি বিজেপির হাত ধরে রাজনীতিতে নামছেন কি না এমন প্রশ্নের জবাবে সোমবার দিলীপ ঘোষ বলেন, ‘সেটা আমার জানা নেই। তিনি কী করবেন না করবেন জানি না। তিনি আমাদের সম্মানিত ব্যক্তি, আমাদের [জাতীয় ক্রিকেট দলের] অধিনায়ক ছিলেন।’

রাজ্যপালের সঙ্গে সৌরভের বৈঠক প্রসঙ্গে জানতে চাইলে দিলীপের পাল্টা প্রশ্ন, ‘এটা নিয়ে এত জল্পনার কী আছে?’অবশ্য এর পরই বোমা ফাটান বিজেপির রাজ্য সভাপতি। তিনি বলেন, ‘পশ্চিমবঙ্গের রাজনৈতিক অবস্থা শোচনীয়। তাই ভালো লোকদের বিজেপিতে আহ্বান জানানো হচ্ছে।’

সৌরভের বিষয়ে দিলীপের মন্তব্য, ‘তার মতো সফল ব্যক্তিদের রাজনীতিতে আসা উচিত।’ বিজেপি নেতার এই মন্তব্যই ইঙ্গিতপূর্ণ বলে মনে করছে কলকাতার রাজনৈতিক মহল।



আপনার মূল্যবান মতামত দিন: