পাকিস্তান তালেবানের অস্ত্রবিরতি ৯ ডিসেম্বর পর্যন্ত

সময় ট্রিবিউন | ১০ নভেম্বর ২০২১, ০৬:৪৯

ছবিঃ সংগৃহীত

তেহরিক-ই তালেবান পাকিস্তান (টিটিপি) নামে একটি সংগঠনের সঙ্গে এক মাসের অস্ত্রবিরতিতে সম্মত হয়েছে ইমরান খান সরকার। পাকিস্তানের তথ্যমন্ত্রী ফাওয়াদ চৌধুরী এক বিবৃতিতে এসব তথ্য জানান।

মঙ্গলবার (৯ নভেম্বর) থেকে শুরু হওয়া এই অস্ত্রবিরতি আপাতত ৯ ডিসেম্বর পর্যন্ত কার্যকর হবে, তবে দুই পক্ষ সম্মত হলে এর মেয়াদ আরও বাড়তে পারে।

বিবৃতিতে বলা হয়, পাকিস্তান সরকার ও নিষিদ্ধঘোষিত তেহরিক-ই-তালেবান একটি পূর্ণাঙ্গ অস্ত্রবিরতিতে রাজি হয়েছে। টিটিপির সঙ্গে যে অস্ত্রবিরতি হয়েছে তা পাকিস্তানের সংবিধান মেনেই হয়েছে বলে জানিয়েছেন তিনি।



আপনার মূল্যবান মতামত দিন: