প্রবল অর্থসংকটে বিপর্যস্ত পাকিস্তান। সংকট মোকাবেলায় পাকিস্তান সরকারকে ৪২০ কোটি ডলার সাহায্য দেবে বলে ঘোষণা দিয়েছে সৌদি আরব। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে এ কথা জানিয়েছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান।
বুধবার (২৭ অক্টোবর) সৌদির রাজধানী রিয়াদে তিন দিনের পশ্চিম এশিয়া সফরে গিয়ে সালমানের সঙ্গে বৈঠক করেন ইমরান। সেখানেই পাকিস্তান সেন্ট্রাল ব্যাংকে ৩০০ কোটি ডলার আমানতের প্রস্তাব দেন সৌদি যুবরাজ। পাশাপাশি ১২০ কোটি ডলারের পেট্রলজাত পণ্য দেওয়ার কথাও জানান তিনি।
সৌদি সরকারের এই সাহায্যের প্রস্তাবকে স্বাগত জানিয়েছেন ইমরান।
সূত্র : ব্লুমবার্গ।
এই বিভাগের অন্যান্য খবর
আপনার মূল্যবান মতামত দিন: