১০ দেশের রাষ্ট্রদূতের বিরুদ্ধে ‘পারসোনা নন গ্রাটা’ বা অবাঞ্ছিত দূতের নোটিস জারি করেছিলেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। তবে নিজের সেই অবস্থান থেকে সামান্য সরে এসেছেন তিনি।
সংবাদমাধ্যম ডয়চে ভেলে জানিয়েছে, রাষ্ট্রদূতদের বিষয়ে ইতোপূর্বে বলা ‘পারসোনা নন গ্রাটা’ কথাটি সরিয়ে নিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট।
প্রশ্ন উঠছে, কেন নিজের অবস্থান বদল করলেন এরদোয়ান। তুরস্কের প্রেসিডেন্ট নিজে বলেছেন, ওই ১০ দেশের রাষ্ট্রদূত নিজেদের অবস্থান বদল করেছেন। সে কারণেই তিনি কিছুটা নরম হয়েছেন।
এই বিভাগের অন্যান্য খবর
আপনার মূল্যবান মতামত দিন: