ইয়েমেনে বিমান হামলায় ২৬০ জনের বেশি প্রাণহানি

সময় ট্রিবিউন | ২৫ অক্টোবর ২০২১, ০৯:১৯

ছবিঃ সংগৃহীত

ইয়েমেনের উত্তরাঞ্চলের সৌদি নেতৃত্বাধীন জোটের বিমান হামলায় ২৬০ জনের বেশি হুথি সদস্যের প্রাণহানি ঘটেছে।  

রোববার (২৪ অক্টোবর) সৌদি জোটের এক বিবৃতিতে জানানো হয়, দেশটির কৌশলগত গুরুত্বপূর্ণ মারিবে গত তিন দিনে হামলায় বিদ্রোহীগোষ্ঠী হুথিদের এই প্রাণহানি ঘটেছে

জোটের বরাত দিয়ে সৌদি প্রেস অ্যাজেন্সি (এসপিএ) বলছে, মারিবের ৫০ কিলোমিটার দক্ষিণের আল-জাওবা এবং আল-কাসসারার ৩০ কিলোমিটার উত্তরপশ্চিমে হামলায় বিদ্রোহীদের ৩৬টি সামরিক যানবাহন ধ্বংস এবং ২৬৪ জনের বেশি হুথি সদস্য নিহত হয়েছেন।

জাতিসংঘ বলছে, ইয়েমেনের অর্ধেকেরও বেশি মানুষ খাদ্য ও ওষুধের মতো নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের গুরুতর সংকটে ভুগছেন।

 

সূত্র: এএফপি



আপনার মূল্যবান মতামত দিন: