এবার ৯৩তম অস্কারের আসর বসছে রেলস্টেশনে  

সময় ট্রিবিউন | ২৪ এপ্রিল ২০২১, ১৮:২৫

ফাইল ছবি

আগামীকাল পর্দা উঠছে একাডেমি অ্যাওয়ার্ডসের ৯৩তম আসরের। প্রথমবারের মতো বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার একাডেমি অ্যাওয়ার্ডসের এই আসর বসতে চলেছে রেলস্টেশনে।

করোনা মহামারির মধ্যে সামাজিক দূরত্ব নিশ্চিত করতেই, এবার লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারের পাশাপাশি ইউনিয়ন স্টেশনেও একযোগে অনুষ্ঠান আয়োজনের সিদ্ধান্ত আয়োজকদের।

অস্কারের এবারের আসরে আমন্ত্রণ জানানো হয়েছে বিশ্বের আট শতাধিক তারকাকে। তালিকায় যাদের নাম উঠেছে তারা সুযোগ পাবেন এ বছরের অস্কার মনোনয়নে ভোট দেওয়ার।

অস্কারের অফিশিয়াল ওয়েবসাইটের তথ্য অনুযায়ী এবারের অস্কারে আমন্ত্রিত অতিথিদের মধ্যে ৩৬ শতাংশ কৃষ্ণাঙ্গ এবং ৪৫ শতাংশ নারী। আর এই তালিকার ৪৯ শতাংশ অতিথিকে বেছে নেওয়া হয়েছে বিশ্বের ৬৮টি দেশ থেকে।

স্থানীয় সময় রোববার (২৫ এপ্রিল) রাতে অনুষ্ঠিত হবে একাডেমি অ্যাওয়ার্ডসের এবারের আসর। আর এতে সেরা চলচ্চিত্র, সেরা পরিচালক, সেরা অভিনয়শিল্পীসহ মোট ২৩টি বিভাগে প্রদান করা হবে মর্যাদাপূর্ণ অস্কার পুরস্কার।


আপনার মূল্যবান মতামত দিন: