বাবুই পাখির বাসা হয়ে গেল মাস্ক

নিউজ ডেস্ক | ২৪ এপ্রিল ২০২১, ১০:২৭

ছবিঃ সংগৃহীত

সারাবিশ্বে চলছে মহামারি করোনার তাণ্ডব। করোনা থেকে বাঁচতে হলে মুখে পড়তে হবে মাস্ক। কিন্তু সেই মাস্ক কেনারও সামর্থ্য নেই অনেকের। তাই মুখে মাস্কের বদলে বাবুই পাখির বাসা বেঁধে সরকারি অফিসে চলে এসেছেন ভারতের তেলঙ্গনার এক পশুপালক।

ভারতে করোনা বেড়ে যাওয়ায় মাস্ক পড়ার নিয়ম কঠোর করা হয়েছে। তেলঙ্গনা রাজ্যে মাস্ক না পরে বাইরে বের হলে দিতে হবে এক হাজার রুপি জরিমানা। মাস্ক কেনার টাকা না থাকায় তাই মুখে বাবুই পাখির বাসা বেঁধে বের হন এক পশুপালক। আর সে ছবি এখন ভাইরাল সামাজিক যোগাযোগমাধ্যমে। তাই ভারতে দাবি উঠেছে যাদের মাস্ক কেনার সামর্থ্য নেই তাদের জন্য সরকারি অফিসে মাস্কের ব্যবস্থা রাখা হোক।

ভারতের স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়, মেহবুবনগর জেলার চিন্নামুনুগাল এলাকার বাসিন্দা মেকালা কুরমাইয়া অতি দরিদ্র এক পশুপালক। মাস্ক কেনার অর্থ নেই তার। কিন্তু মাস্ক ছাড়া সরকারি অফিসে ঢুকতে দেওয়া হবে না তা জানেন মেকালা। তাই নিজেই বানালেন মাস্ক। ঠিক বানানো নয়, বাবুই পাখির বাসা মুখে লাগিয়ে যান তিনি।

সূত্র : আজকাল



আপনার মূল্যবান মতামত দিন: