করোনায় ভারতে আজও মৃত্যু ও শনাক্তের রেকর্ড

সময় ট্রিবিউন | ২২ এপ্রিল ২০২১, ২১:০১

ফাইল ছবি

অতিমারি করোনাভাইরাসে ভারতে গত ২৪ ঘণ্টায় করোনায় আজও মৃত্যু ও শনাক্তের রেকর্ড হয়েছে। করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন আরও দুই হাজার ১০৪ জন। এটিই এখন পর্যন্ত দেশটিতে একদিনে সর্বোচ্চ মৃত্যু। করোনায় এ পর্যন্ত ভারতে মারা গেছেন এক লাখ ৮৪ হাজার ৬৫৭ জন।

একই সময়ে করোনাভাইরাসে আক্রান্ত আরও তিন লাখ ১৪ হাজার ৮৩৫ জনকে শনাক্ত করা হয়েছে। এটিই এখন এখন পর্যন্ত দেশটিতে ও বিশ্বে একদিনে সর্বোচ্চ শনাক্ত। ভারতে মোট এক কোটি ৫৯ লাখ ৩০ হাজার ৯৬৫ জন শনাক্ত হয়েছেন। সংক্রমণের দিক থেকে বিশ্বের মধ্যে ভারতের অবস্থান বর্তমানে দ্বিতীয়তে।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও এক লাখ ৭৮ হাজার ৮৪১ জন। মোট সুস্থ হয়েছেন এক কোটি ৩৪ লাখ ৫৪ হাজার ৮৮০ জন।

বৃহস্পতিবার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, সংক্রমণ সবচেয়ে বেশি মহারাষ্ট্রে। এরপর রয়েছে কেরালা, কর্ণাটক, তামিল নাড়ু, অন্ধ্রপ্রদেশ, উত্তর প্রদেশ ও দিল্লি।

রয়টার্সের তথ্য অনুযায়ী, গত জানুয়ারিতে যুক্তরাষ্ট্রে একদিনে দুই লাখ ৯৭ হাজার ৪৩০ জন শনাক্ত হয়। এরপর বৃহস্পতিবার বিশ্বের মধ্যে ভারতে একদিনে সর্বোচ্চ সংখ্যক রোগী শনাক্ত হলো।

জনস হপকিনস ইউনিভার্সিটির সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৪ কোটি ৩৫ লাখ ২৮ হাজার ১৬২ জন এবং মারা গেছেন ৩০ লাখ ৫৬ হাজার ৪০ জন। এ ছাড়া, সুস্থ হয়েছেন আট কোটি ২৪ লাখ ১৭ হাজার ৭৩৪ জন।



আপনার মূল্যবান মতামত দিন: