আইএসআইএসের ঘাঁটি ধ্বংস করেছে তালেবান

সময় ট্রিবিউন | ৪ অক্টোবর ২০২১, ২২:১৮

ছবি: ইন্টারনেট

আফগানিস্তানের রাজধানী কাবুলের উত্তরে জঙ্গিগোষ্ঠী আইএসের শাখা আইএসআইএস-খোরাসানের একটি সেল বা ঘাঁটি ধ্বংস করে দিয়েছে তালেবান যোদ্ধারা।

সোমবার এ তথ্য জানিয়েছেন তালেবানের এক মুখপাত্র। খবর রয়টার্স

প্রতিবেদনে বলা হয়েছে, কাবুলের একটি মসজিদের বাইরে বিস্ফোরণের পর বেশ কয়েকজন বেসামরিক নাগরিক নিহত ও আহত হওয়ার ঘটনায় তালেবান এ পদক্ষেপ নিয়েছে বলে সন্দেহ। তবে রবিবারের বিস্ফোরণের সঙ্গে এই অপারেশনের সরাসরি সম্পর্ক ছিল কি না, সে ব্যাপারে নিশ্চিত হওয়া যায়নি।

তালেবানের প্রধান মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ বলেন, রবিবার কাবুল শহরের উত্তরের জেলায় আইএসআইএসের বিরুদ্ধে অপারেশন পরিচালনা করেছে তালেবানের একটি বিশেষ ইউনিট। তাদের ঘাঁটি পুরোপুরি ধ্বংস করা হয়েছে এবং ভেতরে থাকা গোষ্ঠীটির সব সদস্য নিহত হয়েছেন।

তার আগে স্থানীয় মিডিয়াগুলো জানিয়েছে, এলাকায় ব্যাপক সংঘর্ষ হয়েছে। বাসিন্দারা নিশ্চিত করেছেন যে, তারা রাতে বিস্ফোরণ এবং গুলির শব্দ শুনেছেন।


আপনার মূল্যবান মতামত দিন: