ফিলিস্তিনের ভূখণ্ড থেকে ইসরায়েলকে সরে যাওয়ার আল্টিমেটাম

সময় ট্রিবিউন | ২৬ সেপ্টেম্বর ২০২১, ০৯:০৬

জাতিসংঘের সাধারণ পরিষদে (ইউএনজিএ) ভার্চুয়ালি ভাষণ দেন ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। ছবি: রয়টার্স

অবৈধভাবে দখল করা ফিলিস্তিনের ভূখণ্ড থেকে সরে যেতে ইসরায়েলকে এক বছরের আল্টিমেটাম দিয়েছেন ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস।

আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার জাতিসংঘের সাধারণ পরিষদে (ইউএনজিএ) এক ভার্চুয়াল ভাষণে আব্বাস বলেন, যদি তারা এই সময়সীমার মধ্যে সরে যেতে অস্বীকার করে তাহলে ১৯৬৭ সালের আগের সীমান্তের ওপর ভিত্তি করে ইসরায়েলকে আর স্বীকৃতি দেওয়া হবে না।

আব্বাস বলেন, আমাদের অবশ্যই বলতে হবে- ১৯৬৭ সালে পূর্ব জেরুজালেমসহ দখল করা ফিলিস্তিনি ভূখণ্ড থেকে সরে যেতে ইসরায়েলের এক বছর সময় আছে।

তিনি আরও বলেন, যদি সেটি না করা হয়ে, তাহলে কেন ১৯৬৭ সালের সীমান্তের উপর ভিত্তি করে ইসরায়েলের স্বীকৃতি বজায় রাখা হবে?

ফিলিস্তিনি প্রেসিডেন্ট জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসকে 'একটি আন্তর্জাতিক শান্তি সম্মেলন' এর আহ্বান জানান।

কয়েক দশক ধরে ইসরায়েলের আঞ্চলিক সম্প্রসারণ দেখানো অঞ্চলের মানচিত্রের পটভূমির নিয়ে কথা বলতে গিয়ে আব্বাস ইসরায়েলের বিরুদ্ধে 'বর্ণবৈষম্য' এবং 'জাতিগত নিধনের' অভিযোগ এনেছেন।

তিনি আরও বলেন, ফিলিস্তিনিরা 'ফিলিস্তিনের ভূখণ্ড দখলের বিষয়ে' আন্তর্জাতিক আদালতে যেতেও প্রস্তুত।



আপনার মূল্যবান মতামত দিন: