আফগানিস্তানের বর্তমান সরকারকে শক্তিশালী করার আহ্বান ইমরান খানের

সময় ট্রিবিউন | ২৫ সেপ্টেম্বর ২০২১, ২০:০৩

ছবিঃ সংগৃহীত

তালিবানকে স্বীকৃতি দেওয়ার জন্য রাষ্ট্রপুঞ্জের কাছে আবেদন জানালেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। শুক্রবার রাষ্ট্রপুঞ্জের সাধারণ পরিষদের ৭৬তম অধিবেশনে তিনি বলেন, ‘‘আফগানিস্তানের জনগণের স্বার্থে আন্তর্জাতিক দুনিয়াকে পদক্ষেপ করতে হবে। আমাদের সামনে এখন একটাই পথ— আফগানিস্তানের বর্তমান সরকারকে স্থিতিশীল এবং শক্তিশালী করা।’’

আফগান জনগণের ‘স্বার্থের প্রসঙ্গও এসেছে ইমরানের বক্তৃতায়। তিনি বলেন, ‘‘আমরা যদি আফগানিস্তানকে অবহেলা করি, তবে পরিস্থিতি আরও খারাপ হবে। রাষ্ট্রপুঞ্জ জানিয়েছে, আফগানিস্তানের অর্ধেক মানুষ এখন সঙ্কটে আছে। পরিস্থিতি এমনই চলতে থাকলে আগামী এক বছরের মধ্যে ওই দেশের ৯০ শতাংশ মানুষ দারিদ্র্যসীমার নীচে চলে যাবেন।’’

আফগানিস্তানের দখল নেওয়ার পরে তালিবান সরকার তৈরি করলেও আমেরিকা, ভারত-সহ বিশ্বের অধিকাংশ দেশই সেই সরকারকে স্বীকৃতি দেয়নি। ফলে বন্ধ হয়েছে আন্তর্জাতিক সাহায্য পাওয়ার পথ। এই পরিস্থিতিতে তালিবানের জন্য সাহায্যের পথ খুলতে ইসলামাবাদ মরিয়া হয়ে উঠেছে বলেই ইমরানের মন্তব্য শুনে মনে করছেন কূটনীতিবিদদের একাংশ।

 

সূত্র: আনন্দবাজার। 

 

 



আপনার মূল্যবান মতামত দিন: