প্রায় ১০ হাজার মানুষের শহর থান্টলাং। তবে বুধবারের সহিংসতার পর বদলে গেছে পুরো শহরের চেহারা। এলাকা ছেড়ে পালিয়ে গেছেন অর্ধেকের বেশি মানুষ। ভারত সীমান্তবর্তী মিয়ানমারের চীন রাজ্যের থান্টলাং শহরে দেশটির সামরিক বাহিনীর সঙ্গে গেরিলাদের ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে।
ফের অশান্ত মিয়ানমার। তীব্র গোলাগুলির কারণে শহরের বেশ কয়েকটি ঘরবাড়িতে আগুন লেগে যায়।
সংঘর্ষের পর এরইমধ্যে এলাকাটি ছেড়ে পালিয়েছেন ৫ হাজারের বেশি মানুষ। অনেকেই আশ্রয় নিয়েছেন ভারতের মিজোরাম রাজ্যে।
মিয়ানমার নাউ পোর্টাল জানায়, একটি বাড়িতে আগুন নেভাতে গেলে এক খ্রিস্টান যাজককে গুলি করে হত্যা করে সেনারা।
মিয়ানমারের দ্য গ্লোবাল নিউ লাইট জানিয়েছে, যাজকের হত্যাকাণ্ডের ঘটনার তদন্ত চলছে।
সামরিক অভ্যুত্থানের প্রতিবাদে দেশজুড়ে বিক্ষোভ, ধর্মঘট ও প্রতিবাদ অব্যাহত রেখেছে সাধারণ মানুষ। পাশাপাশি গড়ে উঠেছে জান্তা-বিরোধী সশস্ত্র গোষ্ঠীও। যাদের সাথে মাঝে মধ্যেই সংঘর্ষে জড়ায় দেশটির সেনাবাহিনী.
আপনার মূল্যবান মতামত দিন: