জঙ্গি ভেবে মন্দিরে পুলিশ সদস্যকে হত্যা করল তারই সহকর্মীরা

সময় ট্রিবিউন | ২৩ সেপ্টেম্বর ২০২১, ০৭:২১

মরদেহ-প্রতীকী ছবি

ভারত নিয়ন্ত্রিত উত্তর কাশ্মিরের কুফওয়ারা জেলায় একটি মন্দিরে জঙ্গি সন্দেহে এক পুলিশ সদস্যকে হত্যা করেছে তারই সহকর্মীরা।

এনডিটিভি’র এক প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার মধ্যরাতে অজয় ধর নামে এক পুলিশ সদস্য গভীর রাতে জোর করে মন্দিরে ঢোকার চেষ্টা করে। মন্দিরে দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা জঙ্গি ভেবে গুলি করে তাকে। পরে উদ্ধার করে জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

প্রাথমিক তদন্তে জানা গেছে, ওই পুলিশ সদস্যের কানে হেডফোন লাগানো ছিল, সহকর্মীদের উচ্চশব্দ সত্ত্বেও তিনি সাড়া দেননি। পরে মন্দিরে থাকা নিরাপত্তা কর্মীরা তাকে গুলি করে।

এ ঘটনায় উত্তর কাশ্মিরের ডিআইজি বলেন, গতরাতে অপ্রত্যাশিত ঘটনায় অজয় ধর নামে এক পুলিশ সদস্য গুলিতে নিহত হয়েছেন। তিনি মধ্যরাতে জোরপূর্বক একটি মন্দিরে ঢোকার চেষ্টা করেছিলেন।

ওই পুলিশ সদস্য এন্টি ন্যাশনাল এলিমেন্টসের (এএনই) গুলিতে নিহত হয়েছেন বলে জানান ডিআইজি।

কাশ্মিরের বেশিরভাগ মন্দিরে পুলিশের পাহারা রয়েছে। অতীতে নিরাপত্তা বাহিনীর সদস্যদের রাতের অন্ধকারে জঙ্গি মনে করে বেসামরিক নাগরিকদের গুলি করে হত্যা করেছে।



আপনার মূল্যবান মতামত দিন: