বিশ্ব মুক্ত গণমাধ্যম সূচকে বাংলাদেশের অবস্থান আবারও একধাপ পেছাল। বিশ্বজুড়ে গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে কাজ করা ফ্রান্সের প্যারিস ভিত্তিক সংগঠন রিপোর্টার্স উইদাউট বর্ডারসের (আরএসএফ) ২০২১ সালের মুক্ত গণমাধ্যম সূচকে তা প্রকাশ করা হয়েছে।
মঙ্গলবার প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, ১৮০ টি দেশের মধ্যে বাংলাদেশ ১৫২ তম স্থানে রয়েছে এবং গত বছর এর অবস্থান ছিল ১৫১ তম।
প্রতিবেদনে নরওয়ে টানা পাঁচ বছরে সূচকে শীর্ষে রয়েছে এবং ইরিত্রিয়া সবার নিচে অবস্থান করছে।
বার্ষিক প্রতিবেদনে বলা হয়েছে যে জরিপ করা ১৮০ টি দেশের প্রায় তিন চতুর্থাংশে সাংবাদিকতা কমপক্ষে আংশিকভাবে অবরুদ্ধ ছিল।
এই বিভাগের অন্যান্য খবর
আপনার মূল্যবান মতামত দিন: