সরকারপ্রধানদের বিতর্ক পর্বে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

সময় ট্রিবিউন | ২২ সেপ্টেম্বর ২০২১, ১৮:২৩

ছবিঃ সংগৃহীত

জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৬তম অধিবেশনে রাষ্ট্র ও সরকারপ্রধানদের বিতর্ক পর্বে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সভার শুরুতে মহাসচিব আন্তোনিও গুতেরেস বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন। বক্তব্য রাখেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

এ সময় জো বাইডেন বলেন, মহামারি মোকাবিলায় সবাইকে এক হয়ে কাজ করতে হবে।জো বাইডেন স্পষ্ট করেছেন, তার দেশ স্নায়ুযুদ্ধে জড়াতে চায় না। 

বাইডেন আরও বলেন, আফগান যুদ্ধ সমাপ্তির মধ্য দিয়ে যুক্তরাষ্ট্র তার কূটনীতির নতুন যুগে প্রবেশ করেছে।

মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিয়ে বক্তৃতায় বিশ্বনেতাদের উদ্দেশে জো বাইডেন বলেন, বেশকিছু বিষয়ে মতবিরোধ থাকার পরও উদ্ভূত চ্যালেঞ্জের শান্তিপূর্ণ সমাধানের জন্য যে কোনো দেশের সঙ্গে একযোগে কাজ করতে প্রস্তুত যুক্তরাষ্ট্র। দেশটি নতুন করে কোনো স্নায়ুযুদ্ধে জড়াবে না। একই সঙ্গে গ্লোবাল লিডারশিপ বা বিশ্ব মোড়লের ভূমিকায় আবারো যুক্তরাষ্ট্র তার পুরনো স্থান উদ্ধার করবে বলেও আশা প্রকাশ করেন বাইডেন।



আপনার মূল্যবান মতামত দিন: