আবারও রাজপথে শত শত আন্দোলনকারী

সময় ট্রিবিউন | ১৯ সেপ্টেম্বর ২০২১, ১৮:৪২

ছবিঃ সংগৃহীত

আবারও রাজপথে ট্রাম্প সমর্থকরা। গত ৬ জানুয়ারি ক্যাপিটল হিলে তাণ্ডব চালানোর পর প্রথমবারের মতো ওয়াশিংটন ডিসিতে বিক্ষোভ সমাবেশের আয়োজন করল ট্রাম্প সমর্থকরা। ট্রাম্পের প্রচারণা শিবিরের প্রধান ম্যাট ব্রেনারর্ডের এ সমাবেশের নেতৃত্ব দেন। নারকীয় হামলা মামলা প্রত্যাহারের দাবি জানান বিক্ষোভকারীরা।

শনিবার (১৮সেপ্টেম্বর) ওয়াশিংটন ডিসির ক্যাপিটল হিলের সামনে একে একে জড়ো হতে থাকেন কয়েকশ' ট্রাম্প সমর্থক। ব্যানার ও প্ল্যাকার্ডের পাশাপাশি যুক্তরাষ্ট্রের জাতীয় পতাকা হাতে নিয়ে বাইডেন সরকারের বিরুদ্ধে স্লোগান।

তারা বলেন, আমরা যেকোনো সহিংসতার তীব্র নিন্দা জানাই। কোনো ধরনের রাজনৈতিক সহিংসতায় বিশ্বাসী নয়। ৬ জানুয়ারি যা ঘটেছে তা অপ্রত্যাশিত। তবে যারা নির্দোষ তাদের শাস্তির আওতায় আনা যাবে না। পুলিশ সদ্যরা সম্পদ নষ্ট করেছে, আর দোষ দেওয়া হয়েছে আমাদের ওপর।

সহিংসতায় ঘটনায় আটক কর্মীদের অবিলম্বে মুক্তির দাবি জানান আন্দোলনকারীরা। সমাবেশের একপর্যায়ে বিক্ষোভকারীদের ঘিরে রাখে পুলিশ। এ সময় কিছুটা উত্তেজনা দেখা দিলেও নিরাপত্তা বাহিনীর তৎপরতায় তেমন একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়নি।

 

 



আপনার মূল্যবান মতামত দিন: