মহানাটকের অবসান,তৃণমূলে যোগ দিলেন বাবুল সুপ্রিয়!

সময় ট্রিবিউন | ১৯ সেপ্টেম্বর ২০২১, ০১:৪৪

ফাইল ছবি

মহানাটকের অবসান ঘটিয়ে ভারতীয় জনতা পার্টি (বিজেপি) ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন ভারতের কেন্দ্রীয় বিজেপি সরকারের সাবেক মন্ত্রী বাবুল সুপ্রিয়। তৃণমূল সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ও রাজ্যসভা সদস্য ডেরেক ও ব্রায়েনের উপস্থিতিতে শনিবার কলকাতার ক্যাম্যাক স্ট্রিটের দলীয় কার্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে তৃণমূলে যোগ দেন তিনি।

দলবদল শেষে সাংবাদিকদের বাবুল সুপ্রিয় বলেন, পশ্চিমবঙ্গ রাজ্যের জন্য কাজ করতেই এই দলবদল করেছেন তিনি।

সাংবাদিকদের তিনি জানান, সোমবার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে সাক্ষাৎ করবেন তিনি।

বাবুল বলেন, 'আমি কাজ পাগল মানুষ। বাংলার (পশ্চিমবঙ্গ) জন্য কাজ করতেই সিদ্ধান্ত বদল করলাম। এর মধ্যে প্রতিহিংসার কিছু নেই। বাংলার জন্য কাজ করার এই সুযোগ ছাড়তে চাইনি।'

পাশাপাশি তিনি আরো জানান, আসানসোলের সংসদ সদস্য পদ থেকেও ইস্তফা দেবেন তিনি।

বাবুল কেন্দ্রে নরেন্দ্র মোদীর সরকারে সাত বছর মন্ত্রী ছিলেন। কিন্তু সম্প্রতি কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে তাকে সরিয়ে দেওয়ার পর রাজনীতি ছাড়ার কথা ঘোষণা করেছিলেন।

সূত্র : আনন্দবাজার



আপনার মূল্যবান মতামত দিন: