বাংলাদেশিদের জন্য আবারও ইংল্যান্ডে যাওয়ার সুযোগ

সময় ট্রিবিউন | ১৮ সেপ্টেম্বর ২০২১, ১৮:৫৮

ছবিঃ সংগৃহীত

করোনাজানিত ভ্রমণ নিষেধাজ্ঞার লাল তালিকা থেকে বাংলাদেশসহ আটটি দেশকে বাদ দিচ্ছে যুক্তরাজ্য সরকার। ফলে বাংলাদেশিদের জন্য আবারও ইংল্যান্ডে যাওয়ার সুযোগ তৈরি হচ্ছে।

ব্রিটিশ পরিবহনমন্ত্রী গ্র্যান্ট শ্যাপস শুক্রবার (১৭ সেপ্টেম্বর) এক টুইট বার্তায় নতুন এই সিদ্ধান্তের কথা জানান। আগামী ২২ সেপ্টেম্বর ইংল্যান্ডের স্থানীয় সময় ভোর চারটা থেকে নতুন নিয়ম কার্যকর হবে বলেও তিনি টুইটে জানিয়েছেন।

তিনি টুইটে বলেন, যুক্তরাজ্য ভ্রমণের ক্ষেত্রে বাংলাদেশসহ মোট আটটি দেশকে কোভিডের উচ্চ ঝুঁকির ‘রেড লিস্ট’ থেকে সরিয়ে নেওয়া হচ্ছে। বাকি সাতটি দেশ হলো- তুরস্ক, পাকিস্তান, মালদ্বীপ, মিশর, শ্রীলঙ্কা, কেনিয়া এবং ওমান।

 



আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর