অসুস্থতা নিয়েই আদালতে সু চি

সময় ট্রিবিউন | ১৫ সেপ্টেম্বর ২০২১, ২২:২২

ছবি: ইন্টারনেট

মিয়ানমারের ক্ষমতাচ্যুত নেত্রী অং সান সু চি অসুস্থতা নিয়েই আদালতের শুনানিতে হাজির হয়েছেন।

গত সোমবার গাড়িতে ভ্রমণজনিত অসুস্থতার কারণে আদালতে উপস্থিত হতে না পারলেও গতকাল মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) কিছুটা সুস্থ বোধ করায় আদালতে হাজির হন। খবর সিজিটিএনের।

অং সান সু চির আইনজীবী এ খবর নিশ্চিত করেছেন। তিনি বলেন, শুনানি ছিল নেত্রীর লাইসেন্সবিহীন ওয়াকি টকি অবৈধভাবে রাখা বিষয়ক।

এছাড়াও, তার বিরুদ্ধে গত বছর সংসদীয় নির্বাচনের সময় ‘ প্রাকৃতিক দুর্যোগ ব্যবস্থাপনা আইন’ নামের সরকারি আইন ভঙ্গ করার অভিযোগ রয়েছে, যাতে গত বছর সংসদীয় নির্বাচনের প্রচারাভিযানের সময় কোভিড বিধি লংঘন করা হয়।

এছাড়া অফিসিয়াল সিক্রেটস অ্যাক্ট ভঙ্গ, জনরোষ বৃদ্ধিতে উস্কানি, দাতব্য ফাউন্ডেশনের জন্য দেয়া জমির অপব্যবহার এবং অবৈধভাবে ৬ লক্ষ ডলার অর্থও ১১ কিলোগ্রাম স্বর্ণ নেয়ার অভিযোগ আনা হয়েছে।

উল্লেখ্য, গত পহেলা ফেব্রুয়ারি নির্বাচিত সরকারকে হটিয়ে ক্ষমতা দখল করে মিয়ানমারের সেনাবাহিনী। গৃহবন্দি করা হয় ৭৬ বছরের সু চিকে। পরে তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে একাধিক মামলা করে সেনা সরকার। সূত্র : রয়টার্স।



আপনার মূল্যবান মতামত দিন: