অন্যেকে বাঁচাতে গিয়ে প্রাণ দিলেন রাশিয়ার মন্ত্রী

সময় ট্রিবিউন | ৯ সেপ্টেম্বর ২০২১, ০২:১৯

ফাইল ছবি

অন্য এক নাগরিকের জীবন বাঁচাতে গিয়ে রাশিয়ার জরুরী পরিস্থিতি বিষয়ক মন্ত্রী ইয়েভজেনি জিনিচেভ নিজেই প্রাণ হারিয়েছেন।

রাশিয়ার জরুরী মন্ত্রণালয়ের বিবৃতি থেকে জানা গেছে, ৫৫ বছর বয়সী ইয়েভজেনি জিনিচেভ রাশিয়ার রাজধানী মস্কো থেকে ২৯শ কিলোমিটার দূরের আর্কটিক নরিলস্ক অঞ্চলে একটি বড় ধরনের মহড়া পর্যবেক্ষণ করতে গিয়েছিলেন। নতুন নির্মিত একটি ফায়ার স্টেশনে ভ্রমণ করছিলেন তিনি। এসময় কোনো একজনের জীবন বাঁচাতে গিয়ে মন্ত্রী ইয়েভজেনি জিনিচেভের করুণ মৃত্যু হয়।

রাশিয়ার রাষ্ট্রনিয়ন্ত্রিত সংবাদমাধ্যম ‘আরটি’ জানায়, পানিতে পড়ে যাওয়া একজন ক্যামেরাম্যানকে বাঁচাতে গিয়ে জিনিচেভ মৃত্যুবরণ করেন। সেখানে অসংখ্য প্রত্যক্ষদর্শী ছিলেন। কিন্তু কেউ বলতে পারছেন না কী ঘটেছিল। এক ব্যক্তি পানিতে পড়ে যাওয়ার পর মন্ত্রী জিনিচেভ তাকে বাঁচাতে পানিতে লাফ দেন। কিন্তু দুভার্গবশত তিনি একটি পাথরের ওপর পড়েন।

ওই ক্যামেরা ম্যানও মারা গেছেন।

জিনিচেভ ২০১৮ সাল থেকে রাশিয়ার জরুরী পরিস্থিতির মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। সাইবেরিয়ায় এক অগ্নিকাণ্ডে ৬০ জনের বেশি নিহত হলে তার পূর্বসূরি পদত্যাগ করেন। এরপর তিনি মন্ত্রী হন। জিনিচেভ সাবেক কেজিবি কর্মকর্তা ছিলেন এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নিরাপত্তার দায়িত্বও পালন করতেন।



আপনার মূল্যবান মতামত দিন: