আফগানিস্তানের পানশির উপত্যকা পুরোপুরি নিয়ন্ত্রণের দাবি করেছে তালেবান। ফলে দেশটির সর্বশেষ এই অঞ্চলটিও এখন তালেবানের দখলে।
তালেবানের মুখপাত্র জাবিহউল্লাহ মুজাহিদের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছেন।
ইসলামপন্থি গোষ্ঠী তালেবান তিন সপ্তাহ আগে আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেওয়ার পরও প্রতিরোধ বাহিনীগুলো পর্বতে ঘেরা পানশির উপত্যকা থেকে প্রতিরোধ চালিয়ে যাচ্ছিল। এই একটিমাত্র প্রদেশ তালেবানের নিয়ন্ত্রণের বাইরে ছিল।
এখন এই প্রদেশটিও তাদের নিয়ন্ত্রণে এসে গেছে বলে দাবি জাবিহউল্লাহ মুজাহিদের।
তবে এনআরএফ-এর মুখপাত্র আলি মাইসাম বলেন, এটা সত্যি নয়। তালেবান পঞ্জশিরের নিয়ন্ত্রণ নেয়নি। আমি তালেবানের এই দাবি প্রত্যাখ্যান করছি। এদিকে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ফুটেজে দেখা গেছে প্রাদেশিক গভর্নরের ভবনের গেটের সামনে অবস্থান করছেন তালেবান যোদ্ধারা।
পানশির গভর্নরের কার্যালয় তালেবানদের নিয়ন্ত্রণের পর যেভাবে উল্লাস করছেন সদস্যরা
আপনার মূল্যবান মতামত দিন: